চলমান প্রকল্পঃ
প্রকল্পের নাম | জেজিটিডিএসএল অধিভুক্ত এলাকায় ৫০০০০ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন। |
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা |
১। জালালাবাদ গ্যাস অধিভুক্ত এলাকায় গৃহস্থালি পর্যায় ব্যবহৃত গ্যাসের অপচয় রোধ এবং গ্যাসের কার্যকর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে টেকশই উন্নয়নের ল্যক্ষমাত্রা অর্জনে সহয়তাকরন। ২। গৃহস্থালি পর্যায় প্রি-পেইড গ্যাস মিটার ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের মধ্যে গ্যাস ব্যবহারের সচেতনতা বৃদ্ধি, কোম্পানির ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং মনিটরিং ব্যয় হ্রাসকরন। ৩। জেজিটিডিএসএল এর আওতাধীন সিলেট শহরের বিভিন্ন এলাকায় ৫০০০০ ( পঞ্চাশ হাজার) গৃহস্থালি গ্রাহকদের প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন। |
প্রকল্প বাস্তবায়ন কাল | জানুয়ারি ২০২১ইং হতে জুন ২০২৪ ইং |
প্রকল্পের নাম | জেজিটিডিএসএল এর কেন্দ্রীয় ভান্ডার কমপ্লেক্স নির্মাণ। |
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা |
১। জেজিটিডিএসেল এর ক্রয়কৃত / আমদানিকৃত / সংগৃহীত মালামালসমূহ যথাযতভাবে সংরক্ষণ। ২। মালামালসমূহ চাহিদাকারীর নিক্ট স্বল্পতম সময়ে বিতরণের মাধ্যমে সময় ও অর্থের সাশ্রয়। ৩। মালামালসমূহ কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষা এবং অপচয় রোধ। ৪। ১ টি ৪ তলা বিশিষ্ট অফিস ভবন, ১ টি ৩ তলা বিশিষ্ট ষ্টোর ভবন, ১ টি ২ তলা বিশিষ্ট ষ্টোর ভবন, ১ টি ১ তলা বিশিষ্ট আনসার ভবন এবং ১৪ টি পাইপ ইয়ার্ড ও ১ টি স্ক্র্যাপ ইয়ার্ড নির্মাণসহ তৎসংশ্লিষ্ট কাজ। |
প্রকল্প বাস্তবায়ন কাল | মার্চ ২০২২ইং হতে জুন ২০২৪ ইং |