Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২১

“প্রেস বিজ্ঞপ্তি” - ২০২০-২০২১ অর্থ বছরে জালালাবাদ গ্যাসের ২৬৩.৯৫ কোটি টাকা মুনাফা অর্জন।


প্রকাশন তারিখ : 2021-12-01

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ, সিলেট-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ২১ নভেম্বর, ২০২১ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্। উক্ত সভায় কোম্পানির ২০২০-২০২১ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। ২০২০-২০২১ অর্থ বছরে কোম্পানি ৪০৯১.৩১৯ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২,৮২৮.৫৯ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ১৯১.১৫ কোটি টাকাসহ মোট ৩,০১৯.৭৪ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থ বছরে কোম্পানি ২৬৩.৯৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। আলোচ্য বছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর ও আমদানী শুল্কসহ মোট ১৬৬.৮৮ কোটি টাকা  সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে, যা গত অর্থ বছরে ছিল ১৪১.৩৪  কোটি টাকা। 

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান,  কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালকগণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।