Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০২৪

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল)-এর অধিভুক্ত গ্যাস বিতরণ এলাকায় সংযোগকৃত আবাসিক শ্রেণির গ্রাহকগণের স্মার্ট প্রিপেইড গ্যাস মিটারসমূহ “রকেট (Rocket)” ওয়ালেট, ডাচ্-বাংলা ব্যাংক লিঃ (ডিবিবিএল) নেক্সাস-পে ও এজেন্ট ব্যাংকিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে জিপিআরএস পদ্ধতিতে রিচার্জের লক্ষ্যে ডিবিবিএল এবং জেজিটিডিএসএল এর মধ্যে দ্বি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত।


প্রকাশন তারিখ : 2024-01-16

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল) এর অধিভুক্ত গ্যাস বিতরণ এলাকায় সংযোগকৃত আবাসিক শ্রেণির গ্রাহকগণের স্মার্ট প্রিপেইড গ্যাস মিটারসমূহ “রকেট (Rocket)” ওয়ালেট, ডাচ্-বাংলা ব্যাংক লিঃ (ডিবিবিএল) নেক্সাস-পে ও এজেন্ট ব্যাংকিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে জিপিআরএস পদ্ধতিতে রিচার্জের লক্ষ্যে ডিবিবিএল এবং  জেজিটিডিএসএল এর মধ্যে ১৬-০১-২০২৪ তারিখে একটি দ্বি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। জেজিটিডিএসএল-এর পক্ষে জনাব মোঃ শহিদুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। ডিবিবিএল এর পক্ষে জনাব মোঃ ফরহাদ মাহমুদ, হেড অফ দ্যা ডিভিশন মোবাইল ব্যাংকিং (রকেট) বক্তব্য রাখেন এবং তিনি ইউটিলিটি সার্ভিস প্রদানে রকেট ও ডিবিবিএল-এর নেক্সাস-পে এর এর মাধ্যমে গ্রাহক সেবা সহজীকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে রকেট ও ডিবিবিএল-এর নেক্সাস-পে এর মাধ্যমে ইউটিলিটি সেবা প্রদান এবং জেজিটিডিএসএল এর স্মার্ট প্রিপেইড গ্যাস মিটারের রিচার্জ পদ্ধতি সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব মোঃ ইউসুফ আলী তালুকদার, রিজিওন্যাল ম্যানেজার, মোবাইল ব্যাংকিং ডিভিশন (রকেট), সিলেট। এছাড়া চুক্তি সম্পাদন অনুষ্ঠানে জেজিটিডিএসএল এর  প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, সকল ডিভিশন প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কোম্পানির অফিসার অ্যাসোসিয়েশন ও সিবিএ-এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সহসাই জালালাবাদ গ্যাসের গ্রাহকগণ অনলাইনে জেজিটিডিএসএল-এর প্রিপেইড মোবাইল অ্যাপ ব্যবহার করে  উপায় ওয়ালেটের পাশাপাশি রকেট ওয়ালেট ব্যালেন্স, ডিবিবিএল নেক্সাস-পে, এজেন্ট ব্যাংকিং ইত্যাদি ব্যবহার করে স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ করতে পারবে। এতে জালালাবাদ গ্যাসের গ্রাহকগণের জনভোগান্তি লাঘব হবে ও সময় অপচয় হ্রাস পাবে।