সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০২০
জেজিটিডিএসএল এবং বিকাশ এর মধ্যে রিয়্যালটাইম গ্যাস বিল আদায় বিষয়ক চুক্তি স্বাক্ষরিত
প্রকাশন তারিখ
: 2019-06-27
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড(জেজিটিডিএসএল) এবং বিকাশ লিমিটেড এর মধ্যে বিকাশ এন্ড্রয়েড অ্যাপস এবং আইওএস বিকাশ অ্যাপস ব্যবহার করে রিয়্যালটাইম গ্যাস বিল আদায়ের উদ্দেশ্যে ২৭ জুন,২০১৯ তারিখে জেজিটিডিএসএল এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানী সচিব এস,এম আসাদুল হক জেজিটিডিএসএল এর পক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন। প্রকৌশলী মোঃ আব্দুল মুমিন, মহাব্যবস্থাপক (অপারেশন), প্রকৌ. জসিম উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, মহাব্যবস্থাপক (কন্সট্রাকশন) সহ কোম্পানী উর্ধ্বতন কর্মকর্তাগণ চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকৌশলী মোঃ শাহীনুর ইসলাম, মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) তাঁর বক্তব্যে বিকাশ অ্যাপস এর মাধ্যমে গ্যাস বিল আদায়ের সুবিধা-অসুবিধা তুলে ধারেন। এ সিস্টেম যথাশীঘ্রই চালু হবে। এ সিস্টেম চালু হলে বিকাশ এন্ড্রয়েড এবং আইওএস মোবাইল ফোনের মাধ্যমে কোম্পানীর গ্যাস গ্রাহকগণ গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।
জালালাবাদ গ্যাস হটলাইন
হটলাইনঃ ১৬৫১১
জরুরী সেবাঃ ০২৯৯৭৭০০৬৩২, ০১৭১১-৪০১৫৫৭
প্রিপেইড কাস্টমার সাপোর্ট: ০১৩১৪-৭১৬২৮৯, ০১৩১৪-৭১৬৩৭৪
চেয়ারম্যান, পেট্রোবাংলা
জনাব মো: রেজানুর রহমান
চেয়ারম্যান, পেট্রোবাংলা
চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ
জনাব এ বি এম আবদুল ফাত্তাহ্
চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ
ব্যবস্থাপনা পরিচালক
মো: আতিকুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)
বিস্তারিত...
কেন্দ্রীয় ই-সেবা
জরুরি হেল্পলাইন নম্বর