Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০২২

“প্রেস বিজ্ঞপ্তি” - ২০২১-২০২২ অর্থ বছরে জালালাবাদ গ্যাসের ২৫৯.২২ কোটি টাকা মুনাফা অর্জন।


প্রকাশন তারিখ : 2022-10-30

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ, সিলেট-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা গত ২০ অক্টোবর, ২০২২ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান। উক্ত সভায় কোম্পানির ২০২১-২০২২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। ২০২১-২০২২ অর্থ বছরে কোম্পানি ৪২১৩.০১৫৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২,৯৮৭.৫১ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ১৯৫.৫৪ কোটি টাকাসহ মোট ৩,১৮৩.০৫ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থ বছরে কোম্পানি ২৫৯.২২ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। আলোচ্য বছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর ও আমদানী শুল্কসহ মোট ১৭৪.৮৬ কোটি টাকা  সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে, যা গত অর্থ বছরে ছিল ১৬৬.৮৮  কোটি টাকা। 

বার্ষিক সাধারন সভা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালকগণ, পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ, পেট্রোবাংলার মহাব্যবস্থাপকগণ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ যোগদান করেন।