Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০২৪

এক নজরে জালালাবাদ গ্যাস

কোম্পানির নাম : জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
কোম্পানি গঠনের তারিখ ও রেজিঃ নং : ডিসেম্বর ১, ১৯৮৬, রেজিঃ নং-সি-১৭০৩০/৪৩৪।
কোম্পানির প্রধান কার্যালয় : গ্যাস ভবন, মেন্দিবাগ, সিলেট-৩১০০,বাংলাদেশ।
তত্ত্বাবধায়ক সংস্থা    : বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পেোরেশন (পেট্রোবাংলা)।
প্রশাসনিক মন্ত্রণালয়    : বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিভাগ : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সংক্ষিপ্ত পটভূমি : পেট্রোবাংলার ব্যবস্থাপনায় ১৯৭৭ সালে হবিগঞ্জ টি ভ্যালী প্রকল্প বাস্তবায়নের পর বৃহত্তর সিলেট অঞ্চলের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে সিলেট শহর গ্যাস সরবরাহ প্রকল্প এর কার্যক্রম গ্রহণ করা হয়। এই প্রকল্প দুটি  ১৯৭৭ সালে একীভূত করার পর ১৯৭৮ সালের ১ জানুয়ারী হযরত শাহজালাল (রহঃ) এর মাজার শরীফে গ্যাসের শিখা প্রজ্জলনের মাধ্যমে সিলেট শহরে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহের সূচনা হয়।
আওতাভুক্ত এলাকাসমূহ  :

সিলেট বিভাগ (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা)। 

  • সিলেট জেলা: সিলেট সদর, দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলা
  • সুনামগঞ্জ জেলা: ছাতক, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলা
  • মৌলভীবাজার জেলা: মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা,জুড়ি
  • হবিগঞ্জ জেলা: হবিগঞ্জ সদর, মাধবপুর, বাহুবল, চুনারুঘাট, নবিগঞ্জ উপজেলা
আঞ্চলিক বিতরণ কার্যালয়সমূহের নাম ও কার্যক্রম শুরুর তারিখ :
  • সিলেট শহর (সিলেট পূর্ব, সিলেট পশ্চিম, সিলেট দক্ষিণ, সিলেট উত্তর), ১ জানুয়ারী, ১৯৭৮
  • ফেঞ্চুগঞ্জ, জুন ১৯৯৬
  • গোলাপগঞ্জ, ২১ জুন ১৯৮৬
  • বিয়ানীবাজার, ১ সেপ্টেম্বর,  ১৯৯৮
  • ছাতক, ১৬ জানুয়ারী ১৯৮৭
  • সুনামগঞ্জ, ৭ ডিসেম্বর ১৯৮৩
  • মৌলভীবাজার, ২১ অক্টোবর ১৯৮৫
  • কুলাউড়া, ২১ সেপ্টেম্বর ১৯৯৫
  • শ্রীমঙ্গল, ১৭ মার্চ ১৯৮৬
  • হবিগঞ্জ, ২৯ জুলাই ১৯৮৫
  • শাহজীবাজার, অক্টোবর ১৯৮৭
  • মাধবপুর, ২ ফেব্রুয়ারী ১৯৯০
  • নবীগঞ্জ, ৩০ জুন ২০১২
  • জুড়ি, ০১ জানুয়ারি ২০১৫ (বোর্ডে অনুমোদন ১৫/০৪/২০২৩)
কোম্পানির অনুমোদিত মূলধন :  ৫০০.০০ (পাঁচশত) কোটি টাকা
কোম্পানির পরিশোধিত মূলধন :  ১৩২,৭৪,৭১,৮০০.০০ টাকা
কোম্পানির শেয়ারের সংখ্যা :

 ১৩,২৭,৪৭,১৮০ টি (প্রতিটি ১০.০০ টাকা মূল্যের শেয়ার)

কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস :

http://jgtdsl.gov.bd/ 

www.jalalabadgas.org.bd

কোম্পানির ইমেইল অ্যাড্রেস :

jgtdslho@gmail.com  

দৈনিক গ্যাস বিক্রয় (গড়) : ৩৮২.৮৩৩ এমএমসিএফডি (২০২২-২০২৩ অর্থবছর)।
বার্ষিক গ্যাস বিক্রয় :  ৪,৯৭৪.৬৮ কোটি  টাকা(২০২২-২০২৩ অর্থবছর)। 
ঋণ ও ইক্যুইটি  : ৪০.০৯ কোটি এবং ১১০১.৭৪ কোটি। ঋণ ও ইক্যুইটি =৪ঃ৯৬ (২০২২-২০২৩ অর্থ বছর)।
গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক :

ডায়া অনুযায়ী পাইপলাইনঃ

ট্রান্সমিসন পাইপলাইন
২০"Ø ১৪"Ø ১২"Ø ১০"Ø ৮"Ø ৬"Ø ৪"Ø মোট
১০.০০ কিঃমিঃ ৩.৫৪ কিঃমিঃ ৩৬.৪৬ কিঃমিঃ ৩৪.৯৮ কিঃমিঃ ১৩৩.৪০ কিঃমিঃ ২৪৮.৭২ কিঃমিঃ ১০৩.৭৯ কিঃমিঃ ৫৭০.৮৮ কিঃমিঃ
বিতরণ পাইপলাইন
৮"Ø ৬"Ø ৪"Ø ৩"Ø ২"Ø ১"Ø ৩/৪"Ø মোট
১০.১৯ কিঃমিঃ ৫৪.২৫ কিঃমিঃ ৩০১.৯১ কিঃমিঃ ৩৫৭.৪৬ কিঃমিঃ ৫৯২.৬১ কিঃমিঃ ৯৬৯.৯৩ কিঃমিঃ ১০৩৬.৬৪ কিঃমিঃ ৩৩১৪.৯৮ কিঃমিঃ
সর্বমোট -                           ৩,৮৮৫.৮৫৭ কিলোমিটার।

 

 

ক্যাটাগরী অনুসারে গ্যাস সংযোগ সংখ্যা  (জুন,২০২৩) পর্যন্ত : 

ক্রমিক নং

ক্যাটাগরী

সংযোগ সংখ্যা

বিদ্যুৎ

১৯

ক্যাপটিভ পাওয়ার

১৩১

সার কারখানা

০১

সিএনজি

৫৯

শিল্প

১৩০

চা-বাগান

১০০

বানিজ্যিক (হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য)

১২১৭

গৃহস্থালী (বার্ণার)

২,১৯,৭৮৫

 মোট

২,২১,১৪২


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon